Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
52পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিয়ের পরদিন হাসান জমাদ্দার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
হাসান জমাদ্দার উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আসমান আলী জমাদ্দারের ছেলে।
জমাদ্দারের সঙ্গে গত শুক্রবার একই গ্রামের সুলতান মীরের মেয়ে তানিয়ার বিয়ে হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসান জমাদ্দার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি আজাম আসাদুজ্জামান ব্রেকিংনিউজকে জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। কারো সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।