খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শাহজাহান স্পিনিং মিলে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই স্পিনিং মিলের কারখানার জেনারেটরের ক্যাবল পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, সকাল ৬টার দিকে কারখানার জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।