খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরে বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) অবস্থান কর্মসূচি পালন করেছে। ট্রাস্ট (ধারা-২২এর ঘ) ধারা বাতিল এবং চাকরি রাজস্বকরণের দাবিতে সোমবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কামাল হোসাইন সরকারের, সংগঠনের জেলা আহ্বায়ক শাকিলা বিবি নীলা, মোর্শেদ আলম, জাকারিয়া আহম্মেদ, নূর মোহাম্মদ, সোলায়মান হোসেন, জহিরুল ইসলাম, হাদিউল ইসলাম, হাবিবুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, ২০১১ সালে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে ১৩ হাজার ৬৮১ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (বিসিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়। গ্রামীণ জনগোষ্ঠীর দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা কাজ করেছেন। প্রকল্প অফিস থেকে ২০১৩ সালে ১৯ সেপ্টেম্বর জানানো হয়েছিল, তাদের চাকরি জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে ২০১৫ সালের জুলাই মাসে চাকরি রাজস্বকরণ করা হবে বলে সারা দেশের সিএইচসিপিদের নামে সার্ভিস বুক ও এসিআর খোলানো হয়। কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণ না করে ট্রাস্ট আইন করা হচ্ছে। কর্মসূচিতে তারা অবিলম্বে ট্রাস্ট আইন বাতিল করে তাদের চাকরি জাতীয়করণের দাবি জানান।