Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
maymansinghপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকার (৫২) ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকার (৫২) সোমবার সকালে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতি করেন। এ সময় তিনি ট্রেন থেকে নেমে স্টেশন সুপারের অফিস কক্ষের বাথরুম যান। নির্ধারিত যাত্রা বিরতির পর ট্রেনটি স্টেশন ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে একটি পা কেটে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্টেশন ও রেলওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
ময়মনসিংহ রেলস্টেশনের সুপার আবু তাহের জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকারের গ্রামে বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাগান গারাউন গ্রামে। সেখানে ঈদের ছুটি কাটিয়ে তিনি হাওর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার পথে যাত্রাবিরতির সময় তার অফিসের বাথরুমে যান। ফ্রেস হওয়ার পর কিছুক্ষণ তার কক্ষে অবস্থান করেন। পরে ট্রেনটি ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে উঠার সময় দুর্ঘটনার শিকার হন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী তার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।
স্থানীয় সূত্র জানায়, যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকার দুই কন্যা ও এক ছেলের জনক। তিনি রবিবার মোহনগঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।