Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
63মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেছেন। সোমবার দুপুর ১টা ২০ মিনিটে তারা শাহবাগ থেকে স্লোগান মুখর মিছিলসহ রওয়ানা দিয়ে ২টায় প্রেসক্লাবের সামনে পৌঁছায়। বর্তমানে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের ঘিরে রেখেছেন বিপুল সংখ্যক পুলিশ। এসব কারণে এ সড়কে যান চলাচল ব্যহত হতে দেখা গেছে।
সকালে তারা অবস্থান শুরু করেছিলেন শহীদ মিনারে। এরপর শাহবাগ মোড় অবরোধে গেলে পুলিশি বাধায় পড়ে জাতীয় জাদুঘর সংলগ্ন সড়কে অবস্থান নেন।
এদিকে সোমবার মধ্য রাতের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ১ অক্টোবর ঢাকা অভিমূখী কর্মসূচি ঘোষণা করবেন মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। যে কর্মসূচিতে অংশ নেবেন সব জেলার আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ। তিনি আরও জানান, ঢাকা অভিমূখী কর্মসূচি ছাড়াও মঙ্গলবার সকালে শহীদ মিনার প্রাঙণে অবস্থান চলবে জাতীয় মেডিকেল ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের ব্যানারে।
অন্যদিকে, সোমবার বিকাল ৫টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের অবস্থান চলবে বলে জানান সাইফুল্লাহ।