খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
নিরাপত্তার অভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করাকে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির অভ্যন্তরীণ ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, যে অপবাদ দেয়া হয়েছে তা শুধু অনাকাঙ্খিত নয় আমি মনে করি এর ভেতরে অনভিপ্রেত অন্য কিছুও থাকতে পারে। তাই এই পরিস্থিতি খুব সতর্কতার সাথে মোকাবেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে আশঙ্কার কথা বলেছে তা পুরোপুরি ভিত্তিহীন। এটা হতে না পারে বলে মন্তব্য করেন তিনি।