Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
75অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য অপরিবর্তিত বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যে স্কোয়াড ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই একই স্কোয়াড রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুবায়ের হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাকিব আল-হাসান, সৌম সরকার এবং তাইজুল ইসলাম।
প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা। যদিও নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।