খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
রোমানিয়ার ফুটবল তারকা ফ্লোরেন সরুজা ওয়েম্বলি মাঠে রাগবি বিশ্বকাপে আইয়ারল্যান্ডকে হারানোর পর হাঁটু গেড়ে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব করার পর তা যথারীতি গৃহীত হয়েছে।
ওই আবেদনের সাক্ষী হয়েছিল ওয়েম্বলি মাঠের প্রায় ৯০ হাজার দর্শক। ফ্লোরেন সরুজা যখন তার প্রেমিকা আলেকজান্দ্রিয়াকে বিয়ের প্রস্তাব করতে হাঁটু গেড়ে মাটিতে বসে আংটি নিয়ে আবেদন জানান তখন পুরো মাঠের দর্শকরা উল্লাসে চিৎকার করে এই দৃশ্য উপভোগ করে। জয়ের পর যখন আলেকজান্দ্রিয়া মাঠে প্রবেশ করার পর তাকে দেখে ফ্লোরেন সরুজা মাটিতে বসে তাকে প্রস্তাব দেন।
রোমানিয়ার কোচকে যখন জিজ্ঞেস করা হয় আপনার দলের একজন খেলোয়াড় যখন তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়, তখন তা দেখে কেমন লেগেছিল?
জবাবে কোচ মুখে হাসি নিয়ে বলেন , ফ্লোরেন সরুজাকে অনেকবার বলেছি এমন কান্ড না ঘটাতে।