খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
ব্যাট হাতে ক্রিকেট-দুনিয়াকে শাসন করেছেন দীর্ঘ দুই যুগ। তাঁর ব্যাটের আঘাতে ভেঙে গেছে অজস্র রেকর্ড, জন্ম হয়েছে বহু ইতিহাস। প্রায় দুই বছর আগে ক্রিকেটকে বিদায় জানানো শচীন টেন্ডুলকারকে এবার দেখা যাবে গায়ক হিসেবে। উদ্দেশ্য মহৎ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর প্রচারণায় অংশ নেওয়া।
ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রায় এক বছর আগে এই অভিযানের সূচনা করেন মোদি। আগামী ২ অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এরও এক বছর পূর্তি। সেদিনই টেন্ডুলকারের কণ্ঠ দেওয়া গানটি প্রথমবারের মতো প্রচারিত হওয়ার কথা।
সম্প্রতি এই গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন এই ব্যাটিং-কিংবদন্তি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতের দুই প্রখ্যাত শিল্পী শঙ্কর মহাদেবন ও বাবুল সুপ্রিয়। গানটি লিখেছেন প্রসূণ যোশী, সুর শঙ্কর-এহসান-লয়ের।
নতুন ভূমিকা নিয়ে টেন্ডুলকার ভীষণ উচ্ছ্বসিত। টুইটারে রেকর্ডিংয়ের দুটি ছবি পোস্ট করে ইতিহাসের সফলতম ব্যাটসম্যান লিখেছেন, ‘স্বচ্ছ ভারতের গানে কণ্ঠ দিলাম। এই অভিযানে আমার পূর্ণ সমর্থন আছে। আমার সঙ্গে ছিলেন শঙ্কর মহাদেবন, প্রসূণ যোশী ও বাবুল সুপ্রিয়।’