Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
8সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আলাল বাহিনীর প্রধান আলাল গাজী (৪৫) ও তার সহযোগী সাইদুল সরদার (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শার্টার গান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার বড় কুপট গ্রামের জামান ইটভাটা এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আলাল গাজী জেলার আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের মৃত আলিমুদ্দিন গাজীর ছেলে। আর সাইদুল সরদার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের রশিদ সরদারের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বড় কুপটে অভিযানে যায় পুলিশ। টের পেয়ে বনদস্যু আলাল বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই বনদুস্য গুলিবিদ্ধ এবং পুলিশের তিন সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাল ও সাইদুলকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ওসি।