খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন চলছেই। প্রশ্নবিদ্ধ পরীক্ষার রেজাল্টে দিয়েই আজ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গেছে। এই ভর্তি প্রক্রিয়া ঠেকাতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অবরোধ করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সকাল থেকেই পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শহীদ মিনারে অবস্থান নেয় মেডিকেল ভর্তিচ্ছুরা।
মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী আয়াত বলেন, আমরা জানতে পেরেছি আজ মঙ্গলবার বিকাল থেকে মেডিকেলে ভর্তি শুরু হবে। আমাদের জীবন থাকতে আমরা এটা হতে দিব না। আর কিছুক্ষনের মধ্যেই আমরা ঢামেক অবরোধ করব।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এর পরেই সারাদেশে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।