খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করায় ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শামীম হোসেন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন ২২ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারি সংক্রান্ত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভাগসহ জেলা প্রশাসক দিনাজপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোড়াঘাট এবং বরখাস্ত হওয়া ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে মঙ্গলবার যোগাযোগ করা হলে তারা বরখাস্তের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করে জানান, এ বিষয়ে তারা উচ্চ আদালতে রিট করবেন।
ওই চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, উপজেলা চেয়ারম্যান শামীম হোসেন চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতা ঘটনার একটি মামলা এবং ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে নাশকতার সাতটি মামলায় পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। ওই অভিযোগপত্রগুলো আদালত গ্রহণ করে বিচার কাজ শুরু করেছে। অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাদের দিয়ে উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন সরকার এবং উপজেলা জামায়াতের আমীর মো. আলমগীর হোসেনের নির্দেশে যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগসহ ক্ষতিসাধন ও সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।