খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় শান্তিরক্ষা কৌশলপত্র প্রণয়ন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি সেনা ও পুলিশ সদস্য পাঠানো বাংলাদেশ এখন আরও জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত।’
সোমবার জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের শান্তিরক্ষা বিষয়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শেখ হাসিনা কো-চেয়ার ছিলেন।
তিনি আরো বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্র“তিবদ্ধ, যার ধারাবাহিকতায় মালি, ডিআর কঙ্গো এবং মধ্য আফ্রিকায় দ্রুততার সঙ্গে সেনা মেতায়েন করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান শান্তিরক্ষা মিশনগুলোর পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ তার সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন, পুলিশ ইউনিট, সরবরাহ হেলিকপ্টার, প্রকৌশল সামুদ্রিক ইউনিটসহ সম্ভাব্য সব সম্পদ ব্যবহারে প্রতিশ্র“তিবদ্ধ।’
শেখ হাসিনা বলেন, ‘শান্তিরক্ষীদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সরেবাচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী শান্তিরক্ষায় নিয়োজিত সদস্য দেশগুলোর প্রতি একসঙ্গে কাজ করতে মহাসচিবের আহ্বানের প্রতি একাত্মতা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
জাতিসংঘ মহাসচিব বান কি মুন, শান্তিরক্ষায় অংশ নেয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এ সম্মেলনে বক্তব্য দেন। এছাড়া ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, পাকিস্তান, রুয়ান্ডা ও উরুগুয়ের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।