Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
25স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী বছর থেকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার সময় অধূমপায়ী সার্টিফিকেট নেওয়া হবে। যত নম্বর পাক, ধূমপায়ী হলে ভর্তি না নেওয়ার কথা ভাবছি। ভর্তি নেওয়ার আগে তামাক না নেওয়ার অঙ্গীকার করতে হবে। আমি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা চাই।
রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত বিশ্ব হার্ট দিবসের গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আমরা জেলা পর্যায়ে ক্যান্সার নিরাময় কেন্দ্র করার চেষ্টা করছি।
১৬ কোটি মানুষের দেশে সরকার একা চিকিৎসাসেবা দিতে পারে না। বেসরকারি হাসপাতালগুলো কম খরচে গরিব মানুষকে সেবা দিলে সবাই খুশি হবে। মূল প্রবন্ধে অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সারাবিশ্বে প্রতিবছর এক কোটি ৭৩ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার ৮০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষ। বাংলাদেশে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। প্রায় চার লাখ মানুষ প্রতিবন্ধী হয় তামাক ব্যবহারের কারণে। প্রতিবছর প্রায় এক লাখ মানুষ মারা যায়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব আব্দুল আউয়াল রিজভী বলেন, সারা দেশে ৩৫টি হার্ট ফাউন্ডেশন রয়েছে। আঞ্চলিক হার্ট ফাউন্ডেশন করার আশা রয়েছে। আমাদের এই হাসপাতালে গত বছরে ৮২ হাজার ৪১৫ জন চিকিৎসা নিয়েছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালেকের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম, মোস্তফা জামান প্রমুখ। এর আগে, সকালে হার্ট দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে হার্ট ফাউন্ডেশন।