Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
28বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশন এ চার্জশিটের অনুমোদন দেয়।
দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, মামলার বিচারিক কার্যক্রমের জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে পেশ করা হবে। বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কারপার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে গত বছরের ২৪ আগস্ট মামলা করে দুদক।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। খোকা ছাড়া অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন এবং মোতালেব হোসেন।
মামলার পর এটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে।
সালামের তদন্ত প্রতিবেদনে ডিএসসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে খোকাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিটের সুপারিশ করে কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সাতজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়।
দুদক সূত্র জানায়, অভিযুক্তরা ডিসিসি’র (অবিভক্ত) নীতিমালা লঙ্ঘন করে স্থায়ী মার্কেট দু’টির কারপার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ করেন ও অস্থায়ীভাবে বরাদ্দ দেন।
অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে জালিয়াতি করে ৪৯৩টি দোকান বিভিন্নজনের কাছে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসিক ভিত্তিতে বরাদ্দ দিয়েছেন। ডিসিসি’র এস্টেট বিভাগের ২৫২৫ নম্বর নথিতে নোটশিট পরিবর্তন করে আগের সিদ্ধান্ত বাতিল করে দুটি মার্কেটের মোট ৪৯৩টি দোকান বরাদ্দ দেন।