Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
34যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারিকে রুটিন ওয়ার্ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ইতালির নাগরিক তেভেলা সিজারের হত্যার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীদের এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারি করেছে’ এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাদের রুটিন ওয়ার্ক। এখানে ষড়যন্ত্রের কিছু দেখছি না। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তেভেলা সিজারের হত্যার ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই দাবি করে স্বাস্থ্যমন্ত্রীবলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপে বেরিয়ে এসেছে তাদের চেয়েও বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। ইতালিয়ান নাগরিককে হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ‘ইতালীয় নাগরিকের খুনের দায় স্বীকার করেছে আইএস’ বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম কথা অনেকেই বলতে পারে। তবে এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গি বিষয়টা শুধুই অজুহাত। এগুলো মিথ্যাচার ও অপপ্রচার। মানুষ এটা বিশ্বাস করে না। বাংলাদেশ জঙ্গি দমনে সফল এটা সারা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে কোন সময়ে কোন জঙ্গি হামলা ঘটেনি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের সর্বোচ্চ ও সর্বোত্তম নিরাপত্তা দেয়া হবে। এ সময় তিনি তিনি জানান, জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ অক্টোবর সংবর্ধনা দেওয়া হবে। ওইদিন দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকেসংবর্ধনা দেয়া হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকামহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ. লীগের সম্পাদকম-লীর সদস্য আহমদ হোসেন, আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজহ, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, কাপ্টেন (অব.) তাজুল ইসলাম, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস প্রমুখ।