Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
41মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ চারজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা র্য্বা-৪ এর উপপরিদর্শক শ্রীবাস চন্দ্র দাস আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম (এমএম) স্নিগ্ধা রানী চক্রবর্তী রিমান্ড আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া অন্য তিনজন হলেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভাণ্ডার রক্ষক রেজাউল করিম ও তাদের সহযোগী ঈশান ইমতিয়াজ ও নাজমুল আহসান। এর আগে দুই দফায় প্রথম তিনজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আর নাজমুল দুই দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড আবেদনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নবম বিজেএস পরীক্ষা-২০১৪ এর প্রশ্নপত্র ফাঁস ও বিতরণের সঙ্গে আসামিরা জড়িত। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করে রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ- মেডিক্যালে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি করে পরীক্ষার্থীদের পাস করিয়ে দিতে চুক্তিবদ্ধ হতেন তারা। তাদের বিরুদ্ধে পাবলিক সার্ভিস পরীক্ষা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা হয়। মামলাটি বর্তমানে র্যাাব তদন্ত করছে। ১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির কার্যালয়ে অভিযান চালিয়ে নাজমুল ছাড়া বাকি তিনজনকে গ্রেফতার করে র্যাওব। এরপর ২০ সেপ্টেম্বর নাজমুলকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।