Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
49পায়ের চোট কাটিয়ে সদ্যই কোর্টে ফিরেছিলেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। সোমবার উহান ওপেনে চেক প্রজাতন্ত্রের অবাছাই বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে আবারও নতুন করে ইনজুরিতে পড়েছেন রুশ গ্ল্যামার গার্ল। দ্বিতীয় রাউন্ডে বারবোরা যখন ৬-৭ (১/৭), ৭-৬ (৭/৪), ১-২ গেমে পিছিয়ে ছিলেন তখনই বাম হাতের সমস্যার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান শারাপোভা। গত জুলাই থেকে পায়ের চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড়। উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত ম্যাচটি ছিল তার সর্বশেষ ম্যাচ। এরপর শারাপোভা ইউএস ওপেনসহ তিনটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে উহান ওপেনে ফিরে আসলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারলেন না। ইনজুরি আবারও তাকে কোর্ট থেকে ছিটকে দিয়েছে। ম্যাচ শেষে শারাপোভা বলেছেন, ‘আমার বাঁ হাতে ব্যথা অনুভব করায় আর খেলতে পারিনি। সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা ক্রমশই বেড়ে যাচ্ছিল। ম্যাচের মাঝাামঝি কবে আমি শেষবারের মত ম্যাচ ছেড়েছিলাম তা এখন মনে নেই। এটা কোনভাবেই ভালো কোন অনুভূতি নয়।’ এদিকে, প্রতিপক্ষ স্ট্রাইকোভা বলেছেন, ‘মারিয়া ম্যাচটি শেষ করতে পারেনি, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি, এটা দারুণ একটি ম্যাচ ছিল। শারাপোভার বিপক্ষে খেলা কোনসময়ই সহজ নয়। কারণ সে বেশ শক্তিশালী টেনিস খেলে। আর সে কারণেই খুব বেশি ভুল করলে ম্যাচ ধরে রাখা কঠিন হয়ে যায়।’ সিঙ্গাপুরে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল ছাড়া আর একটি মাত্র বড় টুর্নামেন্ট বাকি রয়েছে চায়না ওপেন। সেই টুর্নামেন্টের আগে নতুন এই ইনজুরি ভাবিয়ে তুলেছে এই রুশ সুন্দরীকে। এর আগে টরেন্টো ও সিনসিনাতি মাস্টার্সের পরে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন শারাপোভা। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘অবশ্যই সিঙ্গাপুর ও ফেড কাপ আমার কাছে গুরুত্বপূর্ণ। এ কারণে সুস্থ হয়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন আমি করার চেষ্টা করব। যদিও জানা নেই কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব।