Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
51চীনে প্রায় ৩০টির মত ফুটবল স্কুল প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদো। বিশ্ব ফুটবলে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এশিয়ান জায়ান্টরা যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতেই সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিগুলো মূলত বেইজিং, সাংহাই ও সেনজেন শহরে অবস্থিত হবে বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার জানিয়েছেন এ লক্ষ্যে নভেম্বরে চীনের রাজধানীতে প্রথমবারের মত আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। মূলত চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের উৎসাহেই এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ফুটবলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে তার ইচ্ছা চীনে একদিন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। অতীতে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে চাইনিজদের ঐতিহ্য থাকলেও দুর্নীতির কারণে সেই ইতিহাস এখন অতীত। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন দেশটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ২০১৪ সালে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন দেশের সাবেক পেশাদার ঘরোয়া লীগ জিয়া-এ লীগের নাম পরিবর্তন কওে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চাইনিজ সুপার লিগ চালু করে। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা এর সফলতায় এগিয়ে আসেন। এখানে বেশ কয়েকজন ব্রাজিলিয়ান জাতীয় ফুটবলারও শীর্ষ ক্লাবগুলোতে যোগ দিয়েছেন যাদের মধ্যে রবিনহো, দিয়েগো ট্রাডেলি অন্যতম। ৩৯ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, চীনের ফুটবলের উন্নয়নের গতি ও জি’র উ”চাভিলাষে অনুপ্রাণীত হয়ে তিনি এখানে কাজ করতে আগ্রহী হয়েছেন। চীন একটি ফুটবলপাগল জাতি, এখানে অনেক সমর্থক রয়েছে। নিজের অভিজ্ঞতা ও অনুশীলনের মেথড দিয়ে চীনের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রোনালদো।