Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
53ঢাকা: নিরাপত্তা ইস্যুতে এরই মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে কাক্সিক্ষত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই অনিশ্চয়তা আদৌ কাটছে কী না অর্থাৎ টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের প্রসঙ্গে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এতটা খারাপ নয় যে, এ মুহূর্তে অস্ট্রেলিয়া সফর বাতিল করবে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে তাদের সফর বাতিল হলে, তা দুঃখজনক। তিনি আরও বলেন, টিম অস্ট্রেলিয়ার এ রকম অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায়না। প্রধানমন্ত্রীর নিরাপত্তা পরামর্শকও তাদের জানিয়েছে এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবেনা। আমরা তাদের জানিয়েছি, আগে আরও দল এখানে খেলে গেছে। তাদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, তার থেকেও বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে অজি দলটির জন্য। কিন্তু তারপরও তারা আমাদের অনিশ্চয়তার মধ্যে রেখেছে। এটাই আমি কোনোভাবেই মেনে নিতে পারছিনা। এর আগে, দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে গেল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। কিন্তু শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশস্থ অস্ট্রেলিয়া হাই কমিশনের এক অনিরাপত্তাজনিত প্রতিবেদনের প্রেক্ষিতে সফর স্থগিত করে টিম অস্ট্রেলিয়া। বিবৃতিতে বলা হয়, জঙ্গি হামলার আশঙ্কা থাকায় এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিরাপদ নয়। বিষয়টি খতিয়ে দেখতে তার পরদিনই রোববার (২৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ শন ক্যারলের নেতৃত্বে ৫ সদস্যের দল বাংলাদেশ সফরে আসে। বাংলাদেশে এসে অস্ট্রেলিয়ান হাই কমিশনে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন ক্যারল। এরপর ওই দিন বিকেলে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই’র প্রধানদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তারা। একই ইস্যুতে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ৠাব ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন এই নিরাপত্তা প্রধান, যেখানে সফরকারীদের ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেয়া হয়।