খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
তাহলে কি নিরাপত্তা জনিত কারণে বাতিলই হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ? অন্তত তেমনটাই দাবী করছে খেলাধুলা বিষয়ক অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে অস্ট্রেলিয়ান সরকারকে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে কড়া হুশিয়ারি দেয়া হয়েছে। গত শুক্রবার তাদের বুলেটিনের উপর ভিত্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়া ধারণা করছে বাংলাদেশে পশ্চিমা লোকদের উপর জঙ্গী হামলা হতে পারে। আর এই কারণেই, সিরিজ বাতিল করার ঘোষণা দিবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ); দাবী ফক্স স্পোর্টসের। এর সাথে গত সোমবার রাতে গুলশান এলাকাতে এক ইতালিয়ান নাগরিকের হত্যাকাণ্ড ও তার দায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ে নেয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে লেখা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে পশ্চিমা লোকদের টার্গেট করছে জঙ্গীরা। একই সাথে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তা ও নাগরিকদের সতর্ক করে দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে, যুক্তরাষ্টের পক্ষ থেকে যে বার্তা দেয়া হয়েছে সেটাই অস্ট্রেলিয়ানদের সিরিজ বাতিল করতে বেশি প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বলেছে, ‘বিশ্বাসযোগ্য নতুন তথ্য বলছে যে, জঙ্গী সংগঠন বাংলাদেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের টার্গেট করছে।’ এতোসব বার্তার ভীড়ে, ফক্স স্পোর্টসের ভবিষদ্বানীই এখন সত্য হওয়ার পথে!