খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
সোমবারই বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সফর বিলম্বিত করছে তারা। তার উপর সন্ত্রাসীদের গুলিতে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার নিহত হওয়ায় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পরেছে। তবে এখনো অস্ট্রেলিয়ার সফরের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার তিনি জানান দেরিতে হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এ বিষয়ে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পৃথিবীর প্রত্যেক দেশেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তারপরও বিভিন্ন দেশ সফর করে। বাংলাদেশে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যে কারণে সফর বাতিল করতে হবে। আমি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী। দেরিতে হলেও অস্ট্রেলিয়া এই সফরে আসবে।’ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ফিরে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল। তারা অস্ট্রেলিয়ায় ফিরে বোর্ড কর্মকর্তাগণ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।