খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যাবধানে জিতেছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৩ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জিতেছে শহীদ আফ্রিদির দল।
এদিন হারারের স্পোর্ট ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা অধিনায়কের সিদ্ধান্ত তেমন সুবিচার করতে পারেননি। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এক পর্যায়ে দলীয় ৭২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শহীদ আফ্রিদির দল।
তবে উমর আকমলের অপরাজিত ৩৮ রান এবং সোহেব মাকসুদের ২৬, ওপেনার মোহাম্মদ হাফিজের ১৭, সোয়েব মালিকের ১৫ ও মোহাম্মদ রিজওয়ানের ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সমর্থ হয় সফরকারী পাকিস্তান।
জিম্বাবুয়ের হয়ে টিনাসে পানিঙ্গারা ও লুক জঙ্গে ২টি করে উইকেট নেন। এছাড়া ক্রেক ক্রিমার ও উৎসেয়া ১টি করে উইকেট নেন।
এদিকে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলীয় ৭ রানে প্রথম ও ১৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর এক পর্যায়ে ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের প্রথম ৪ ব্যাটসম্যানের কেউ ২ অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। তবে মিডল অর্ডারে সন উইলিয়ামসনের অপরাজিত ৪০ ও সিকান্দার রাজার ৩৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করতে সমর্থ হয় এলটন চিগুম্বুরার দল। ফলে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শহীদ আফ্রিদির দল।
পাকিস্তানের বোলারদের হয়ে মোহাম্মদ ইরফান ও ইমরান খান ২টি করে উইকেট নেন। এছাড়া সোহেল তানভির ও ইমাদ ওয়াসিম নেন ১টি করে উইকেট।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন উমর আকমল এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ইমাদ ওয়াসিম।