Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫

58দীর্ঘদিন ধরেই শিরোপাখরা। তার মুখের হাসি যেন হয়ে গিয়েছিল অমবস্যার চাঁদ! মঙ্গলবার সেই ভেনাস উইলিয়ামসই হাসলেন পূর্ণিমার চাঁদের মতো। শিরোপা জিতেননি; তবে বিরল এক অর্জনের মালিক হয়েছেন মার্কিন প্রমীলা টেনিস তারকাটি। পেশাদার টেনিস ক্যারিয়ারে এদিন নিজের ৭০০তম জয়ের মাইলফলক ছুঁয়েছেন তিনি। উহান ওপেনে জার্মানির জুলিয়া জর্জেসকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে মাইলফলক ছুঁয়েছেন ভেনাস। খেলোয়াড়ি জীবন অটুট রয়েছে; এমন অ্যাক্টিভ প্রমীলা খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয়জন হিসেবে এই অর্জন তার। অপরজন হলেন তারই ছোট বোন সেরেনা উইলিয়ামস। উচ্ছ্বসিত ভেনাস বলেছেন, ‘বিশ্বাস করুন, কোর্টে নামার আগে এটা আমার জানাই ছিল না। কেউ আমাকে এটা জানায়নি। এখন জানতে পেরে দারুণ লাগছে।’