খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
পিকআপ-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। রাজধানীর রূপনগর রুস্তুমপুর বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফারিয়া আক্তার নূপুর (৩৮)। আহতরা হলেন- নিহতের স্বামী আবুল কাসেম (৪৫), ছেলে মোমিনুল ইসলাম (১০) ও মেয়ে উম্মে নূর (৬)।
তাদের বাড়ি নোয়াখালী জেলার রামগতি উপজেলায়। বর্তমানে তারা আশুলিয়া বাজারের টঙ্গা এলাকায় থাকে।
মৃত ব্যক্তির বড় বোন পারভিন সুলতানা জানান, তার আরেক বড় বোন কাজল আক্তারের তেজগাঁও মনিপুরীপাড়া বাসা থেকে নিজেদের বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নূপুরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি ক্যাম্প ইনচার্জ (উপপরিদর্শক) সেন্টুচন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।