খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
পরিবেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ায় জাতিসংঘ পরিবেশ বিষয়ক প্রোগ্রাম ইউএনইপির ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংর্বধনা দেবে আওয়ামী লীগ।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আগামী ৩ অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।
এর আগে, রবিবার, নিউইয়র্কের ম্যানহাটন সিটির অভিজাত হোটেল সিপরিয়ানিতে ইউএনইপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ইউএনইপির নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এ্যামি স্টেইনার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন।