Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
69সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশে সুশাসন, দারিদ্র্যতা দূরীকরণ, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধীদল জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে।
আজ সন্ধ্যায় সংসদ ভবনে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি সংসদ ও সংসদের বাহিরে গঠণমূলক ভূমিকা পালনে করে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে সুসংগঠিত করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, বিশ্ব থেকে দারিদ্র্যতা দূর করতে পারলে সন্ত্রাসবাদ এমনিতেই হ্রাস পাবে। আর দারিদ্র্যতা নিরসনে তিনি যুক্তরাজ্যসহ উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেন ।
২৩ সদস্যবিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের মাধ্যমে বাংলাদেশী বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকী এমপি, রুপা হক এমপি এবং রুশনারা আলী এমপিকে বিরোধীদলীয় নেতা অভিনন্দন জানান।
এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্টারী এ্যাসোসিয়েশন (সিপিএ) এ গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ অধিষ্ঠিত হওয়ায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাতে পেরেছে এবং সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের প্রধান এ্যান মেন এমপি বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে টেকসই করার জন্য ব্রিটিশ সরকার কাজ করে যাবে। ব্রিটিশ সরকার বাংলাদেশে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসহ প্রভৃতি ক্ষেত্রে যেন সহায়তা করে এ জন্য তারা কাজ করে যাবে।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করলে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিগণ যুক্তরাজ্য বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিক প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাবেন বলে অভিমত প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ মো. সেলিম উদ্দীন এমপি, মোহাম্মদ ইলিয়াছ এমপি, ইয়াহ্ইয়া চৌধুরী এমপি, পীর ফজলুর রহমান এমপি, রওশন আরা মান্নান এমপি।
ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বব ব্লাকম্যান এমপি, পল স্কালি এমপি, ডেভিড ম্যাকিনটোশ এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) এর চেয়ারম্যান মেহফুজ আহমেদ ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি)-এর ডেপুটি চেয়ারম্যান আব্দুস হামিদ উপস্থিত ছিলেন।