খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
সাপ-বেজির লড়াই প্রায়ই হয়ে থাকে কিন্তু সাপ-কুকুরের লড়াই মনে হয় এটাই প্রথম। আর তা করতে গিয়ে সোমবার দুপুরে, গোখরোর ছোবলে মারা গেল বছর আড়াইয়ের দুধ-সাদা সারমেয়টি দীর্ঘ লড়াই শেষে সাপটিও মারা যায়।
মালবাজারের বিসর্জন ঘাটের বিমলবাবু বলেন, ‘এ দিনও সকাল থেকেই আমার পায়ে পায়েই ঘুরছিল। দুপুরে হঠাৎই শুনলাম কেমন অচেনা গলায় ডাকছে জ্যাক।’
তিনি জানান, হাত পাঁচেক লম্বা একটা গোখরোর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জ্যাক। তবে মিনিট কয়েকের বেশি স্থায়ী হয়নি সেই লড়াই। সাপটার পেটে দাঁত বসিয়ে প্রবল জোরে মাথা ঝাঁকাচ্ছিল জ্যাক। তার মধ্যেই সাপটি যে তাকে বার কয়েক ছোবল মেরেছে, তা দেখতে পেয়েছিলাম। সাপটি ঝিমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার পাশেই নেতিয়ে পড়েছিল কুকুরটি।
বিষধর সাপ দেখেও ঝাঁপিয়ে পড়ল কেন জ্যাক? সারমেয় বিশেষজ্ঞ কিশোর বসু বলছেন, ‘পশু-পাখিরা সাধারণ ভাবে তাদের থেকে ক্ষিপ্র, বলশালী এবং বিষধরপ্রাণীদের এড়িয়েই চলে। ওই কুকুরটির যা বয়স, তাতে তার এই অভিজ্ঞতাও থাকা উচিত ছিল।’ তবে অনেক সময়ে ব্যতিক্রমী ঘটনা ঘটে, হয়তো এ ক্ষেত্রেও তাই ঘটেছিল বলে বিশেষজ্ঞরা মনে করেছেন।