Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
102গত সপ্তাহে মিনায় হজ্জ পালনকালে প“লিত হয়ে আহত হওয়াদের মধ্যে ১৬১ হাজি জেদ্দা হাসপাতালে ভর্তি আছেন। তাদেরকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর আরব নিউজের।
জেদ্দা স্বাস্থ্য বিভাগের পরিচালক মুবারক আল-আসিরি বলেন, ৮৯ জন রোগীকে কিং আব্দুল মেডিকেল সিটি হাসপাতালে নেয়া হয়েছে। ১৫ জনকে বাদশা ফুয়াদ আহমেদ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনায় নিহত হয়েছে অন্তত ৭৬৯ জন।
ভারত জানিয়েছে মিনায় ৪৫ জন ভারতীয় হাজি নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৫২ জন।
ইরান সোমবার জানিয়েছে মিনায় দেশটির ২২৬ জন হাজি নিহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে মিনার ঘটনায় তাদের ৪০ হাজি নিহত হয়েছে। এদিকে মিনায় নিহতদের মধ্যে ২৬ বাংলাদেশি হাজিও রয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, স্বজনদের অনেকেই মক্কার পবিত্র মাটিতে মৃত হাজিদের লাশ দাফনের অনুরোধ জানিয়েছেন।