Tue. Aug 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
107যুক্তরাজ্যের চারজন শীর্ষ স্থানীয় জিহাদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ যারা সিরিয়াতে যুদ্ধ করছে অথবা সেখানে লোক নিয়োগের কাজে নিয়োজিত রয়েছে।
এদের প্রতি নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাজ্যের অনুরোধের প্রেক্ষিতেই এ পদক্ষেপ নিল জাতিসংঘ।
জাতিসংঘ নিষেধাজ্ঞার যে নতুন তালিকা দিয়েছে তাতে চারটি নাম রয়েছে। চারজনের নাম- ওমার হোসেন, নাসের মুথানা, আকসা মাহমুদ এবং সালে অ্যান জোনস।
তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
নিষেধাজ্ঞার এই পদক্ষেপকে দেখা হচ্ছে ইসলামিক স্টেটে যুক্ত হওয়া থামাতে একটা নতুন কৌশল হিসেবে।
ব্রিটিশ পুলিশ বলছে, অন্তত সাতশ ব্রিটিশ নাগরিক সিরিয়া এবং ইরাকে গিয়েছে।
তারা সেখানে জিহাদী গ্রুপের সাথে লড়াই অথবা তাদের সমর্থন করার জন্য সেখানে গিয়েছে বলে বলা হয়।
এদিকে ২০০৬ সালের পর এবারই প্রথম যুক্তরাজ্য জাতিসংঘের নিষেধাজ্ঞার জন্য নাম পাঠালো।এটা মূলত সন্দেহভাজন আল-কায়েদার এবং পরে ইসলামিক স্টেটের হামলা প্রতিরোধ করার জন্য করা হয়েছিল।
সরকারি কর্মকর্তারা বলছেন, এখনো একটি নাম এই নিষেধাজ্ঞার তালিকায় আসার জন্য অপেক্ষা করছে। তারা বলছেন, আরো নাম সামনের দিনে আসতে পারে।

অন্যরকম