খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
আবারও বিতর্কে উত্তাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। দুই অভিজ্ঞ খেলোয়াড়- কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোকে নিয়ে এই ঝামেলার আরম্ভ।
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওই সফরের জন্য ঘোষিত দলে রাখা হয় নি ওয়েস্ট ইন্ডিজের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে। এতে নির্বাচকম-লীর ওপর নিজের ক্ষোভ ঝাড়েন দলের প্রধান কোচ ফিল সিমন্স। এই দুই খেলোয়াড়ের পক্ষ নিয়ে কথা বলে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করায় সোমবার তাকে বরখাস্ত করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এতে বিতর্কে নতুন মাত্রা পেয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে বিতর্কের ঝড়।
এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার সফরে দল থেকে বাদ পড়েন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো। গত অক্টোবরে ভারত সফরে তারা দলের নিয়ম ভাঙে বলে শাস্তি স্বরূপ তাদেরকে দল থেকে বাদ দেয়া হয় বলে তখন জানানো হয়। পরে তারা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও দলে সুযোগ পাননি। তখন তাদের দল থেকে বাদ দেয়ায় একচোট সমালোচনা হয়। কিন্তু এ বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না। এবার শ্রীলঙ্কা সফরে তাদেরকে দলের বাইরে রেখে সে বিতর্ক আরও উসকে দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
পোলার্ড ও ব্রাভোকে দল থেকে বাদ দেয়ার পেছনে বোর্ডের বাইরের কারও চাপ আছে বলে মন্তব্য করেন কোচ সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ৫ সদস্যের নির্বাচকম-লীর একজন স্বয়ং কোচ সিমন্স। তিনি এবং নির্বাচকম-লীর প্রধান ক্লাইভ লয়েড শ্রীলঙ্কা সফরে পোলার্ড ও ব্রাভোকে পুনরায় দলে নিতে চেয়েছিলেন বলে জানান তিনি। তবে অন্য তিনজনের ভিন্নমতের কারণে তাদের দলে নেয়া হয়নি বলে জানান সিমন্স। আর তার এমন মন্তব্যের পর বরখাস্ত হতে হয়েছে। সিমন্সের এই বরখাস্তকে সমর্থন করেছেন না সাবেক ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিনানাথ রামনারায়ন। তিনি বলেন, ‘বিষয়টি খুবই মারাত্মক ও স্পর্শকাতর। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সিমন্সকে সাহায্য করবেন। আমি সিমন্সের অধীনে খেলেছি। তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত ও স্বচ্ছ ভাবমুর্তির একজন মানুষ।’
অন্যদিকে পোলার্ড ও ব্রাভোকে দল থেকে বাদ দেয়া নিয়ে কোনো মন্তব্য করেন নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন। তবে তিনি যোগ্য খেলোয়াড়দের দলে সুযোগ দেয়ার পক্ষে বলে জানালেন। অলরাউন্ডার পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১ ওয়ানডেতে ২৫.২০ গড়ে ২০২৪ রান ও ৪৪ উইকেট এবং ৪৩ টেস্টে ২২.৬০ গড়ে ৬৩৩ রান ও ১৯ উইকেট নিয়েছেন। অন্যদিকে ৪০ টেস্টে ২২০০ ও ১৬৪ ওয়ানডেতে ২৯৬৮ রান ডোয়াইন ব্রাভোর। এ বছরের শুরু থেকে তার বদলে দলে খেলছেন ডোয়াইন স্মিথ। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ১৮.৭৫। অথচ ব্রাভোর ওয়ানডে ব্যাটিং গড় ২৫.৩৬।