কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার বিকালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রানীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৪ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ২০১৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল, এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১০ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, গেস্ট অব অনার সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহফুজা বেগম পুতুল, প্রধান শিক্ষক বিজয় কুমার পাল। কল্যাণ ট্রাস্টের সম্পাদক সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ।
অনুষ্ঠান শেষে স্থানীয় সংগীত বিদ্যালয়, ষড়জ শিল্প গোষ্ঠী, সরলীপি শিল্প গোষ্ঠী ও নীলফামারীর অতিথি শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠান অনষ্ঠিত হয়।