কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা চত্ত্বরে ২৮ সেপ্টেম্বর বিকালে ৩ দিন ব্যাপী অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কিত মেলার উদ্বোধন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাসহ আরো অনেকে।
মেলার মাঠে বিভিন্ন দপ্তরের স্টল দেওয়া হয় এবং বক্তারা রানীশংকৈল উপজেলার অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কিত উন্নয়ন তথা দেশের উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।