Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
thakurgaonবাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি-তে প্রদানকৃত বীজের উপর প্রদত্ত উৎস আয়কর রহিত করার দাবিতে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন।

দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব’র আনিসুল হক মিলনায়তনে বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এনামুল হক সরকার ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সরকারসহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, দীর্ষদিন থেকে উৎপাদিত কৃষি পণ্য -বীজ বিএডিসি-তে সরবরাহ করে কৃষক মোটামুটি লাভবান হয়ে আসছে। সম্প্রতি সরকার বিএডিসি-তে সরবরাহকৃত বীজে’র মোট মূল্যেও উপর শতকরা ১০ ভাগ আয়কর প্রদানের প্রজ্ঞাপন জারী করেছেন। জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী প্রদানকৃত কৃষিপণ্য-বীজে আয়কর প্রদান করা হলে কৃষক ক্ষতিগ্রস্থ এবং কৃষি আবাদে নিরুৎসাহিত হবে। কেননা অধিকাংশ সময়ে হাট-বাজারে কৃষক উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না।

এমতাবস্থায় বিএডিসি-তে প্রদানকৃত বীজের উপর প্রদত্ত উৎস আয়কর রহিত করার দাবি জানান ঠাকুরগাঁও বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন।