কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কষাডাঙ্গীপাড়া গ্রামের জামিনে ছাড়া পাওয়া আসামী হামলা করলেন মামলা দায়ের করা পরিবারের উপরে।
ঘটনার সূত্রে যানা যায়, পীরগঞ্জ উপজেলায় কোষাডাঙ্গী গ্রামে নজমুল হক (ন্যান্দ) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশিও অস্ত্র দিয়ে পবিত্র ঈদুল আযহার দিনে গরু কুরবানি কে কেন্দ্র করে হামলা চালায় ঐ গ্রামের এক পরিবারের সদস্যদের উপর ।
আহতরা হলেন, আব্দুল জব্বার এর ছেলে মাহবুব আলম,মৃত-নবির উদ্দিন এর ছেলে আব্দুল জব্বার,মাহবুব আলমের স্ত্রী মুন্নি আক্তার,আব্দুল জব্বারের মেয়ে পপি আক্তার,সহ পরিবারের আরো অনেক সদস্য।
পারিবারিক সূত্রে জানা যায়,যে বাদী পক্ষের বিরুদ্ধে কিছুদিন আগে জমি সংক্রান্ত বিষয়ে শাহজাহান নামের ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে পীরগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। সপ্তাখানিক আগে সেই মামলার জামিন হলে আবারো সে আমাদের পরিবারের উপর হামলা চালায়। ঈদুল আযহার দিনে নামাজ শেষে আশার পরে পশু কুরবানি করতে গেলে হঠাৎ মৃত-নবির উদ্দিন এর ছেলে নাজমুল হক (ন্যান্দ), আলি আক্তার, সাবুল হক, মাজেদুর রহমান,নজরুল হকের স্ত্রী আকতারুণ সহ আরো অনেকে আমাদের উপরে অর্তকিত ভাবে হামলা চালায়।
অভিযোগকারিদের সূত্রে জানা যায়, নজমুল হক (ন্রান্দা) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশিও অস্ত্র দিয়ে আব্দুল জব্বার এর পরিবারকে অনেক মারধর করে। পরে এলাকাবাসি আহতদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করায়।
এই বিষয়ে পীরগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহতদের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল গিয়ে দেখা গেছে আহতারা গুরুতর অবস্থায় ভর্তি আছে এবং তারা সকলেই হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধিন অবস্থায় আছে।
এই বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সওকত হাসানের সাথে আমাদের প্রতিনিধি মুঠো ফোনে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি । তবে অভিযোগ করা হলে আসামীদের বিরুদ্ধে যথাসাধ্য বেবস্থা নেওয়া হবে।