Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
1সোমবার রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে এক ইতালিয়ান নাগরিক নিহত হওয়ার খবর বিবিসি, গার্ডিয়ান, রয়টার্সের মতো বিশ্বের প্রায় সব প্রভাশালী মিডিয়ায় শিরোনাম হয়েছে। নিরাপত্তা ইস্যু ধরে সেই সাথে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ।
অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারির পর বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
তিন দেশের সতর্কতা জারির মধ্যেই সোমবার গুলশানে দুর্বৃত্তদের গুলিতে এক ইতালির নাগরিক নিহত হয়।
বিবিসি শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
তারা আরো লিখেছে, এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটলো যখন নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসার সূচি পিছিয়ে দিয়েছে।
ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর চরম অনিশ্চতায়।
পত্রিকাটি ভেতরে লিখেছে, অতিরিক্ত নিরাপত্তা উদ্বেগের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই সফর বাতিল হতে পারে।
এতে আরো বলা হয়, সোমবার ঢাকার কূটনীতিক পাড়ায় একজন ইতালিয়ান নাগরিক গুলিতে নিহত এবং জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকারের পর উদ্বেগ আরো বেড়েছে।
রয়টার্স তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে এক ইতালিয়ান নাগরিক গুলিতে নিহত। তবে এই হত্যাকাণ্ড সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।
তারা আরো বলেছে, ইতালিয়ান নাগরিক হত্যার ব্যাপারে পুলিশ কিছু না জানাতে পারলেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) এই হত্যার দায় স্বীকার করেছে।
এই হত্যাকাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে রয়টার্স লিখেছে, জঙ্গি হামলার হতে পারে এই বলে ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ তার নাগরিকদের সতর্ক করার পর সফরের সময় পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
জার্মানির ডয়েসে ভেলের শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইতালিয়ান এনজিও কর্মী গুলিতে নিহত। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) এই হত্যার দায় স্বীকার করেছে। তবে এই দাবির ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
অস্ট্রেলিয়া সফর নিয়ে তারা ভেতরে লিখেছে, বাংলাদেশ সরকার ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও সফর সময় পিছিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ইতালিয়ান নাগরিক হত্যা, নিরাপত্তা ইস্যু ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংবাদ প্রচার ভারতের দ্য হিন্দু, হিন্দুসস্থান টাইমস, এনডিটিভি অনলাইন, টাইমস অফ ইন্ডিয়া সহ সবকটি বড় মিডিয়া, পাকিস্তানের দ্য ডন, এক্সপ্রেস ট্রিবিউন, চীনের সিনহুয়া, হংকংয়ের চায়না মনিং হেরাল্ড, মধ্যপাচ্যের বিভিন্ন দেশের মিডিয়াসহ এশিয়া আফ্রিকার সবগুলো বড় বড় মিডিয়া।