Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
2জাপানের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি বিনিয়োগের জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে ৭০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বৈঠকে জাপানের সহায়তায় বাংলাদেশে বড় বড় প্রকল্পের (মেগা প্রজেক্ট) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী আবে বলেছেন, তার বাংলাদেশ সফরের পর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।
২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের চার মাসের মাথায় ঢাকা আসেন আবে।
সে সময় দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ়,নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পরস্পরের স্বার্থ অক্ষুণœ রাখতে সহযোগিতা সম্প্রসারণ, দুই দেশের নাগরিকদের যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেয়া হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে সমর্থন করে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও সে সময় দেওয়া হয়।
বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের জন্য এরইমধ্যে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে।
বাসসের প্রতিবেদনে বলা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন শিনজো আবে।
২০১৫ পরবর্তী ১৫ বছরের জন্য যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নির্ধারণ করা হয়েছে তা অর্জনেও জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছেন।
বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি উপস্থিত ছিলেন।