খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২২ দিনের সরকারি সফরে বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যোগদানের পাশপাশি সাইডলাইনে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এ সময় তিনি বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ অবস্থা তুলে ধরছেন বলে অর্থমন্ত্রীর সফরসঙ্গীদের সূত্রে জানা গেছে।
এরই অংশ হিসেবে সম্প্রতি ‘ইন্ট্রাকশন ডায়ালগ অন সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ শীর্ষক সেমিনারে যোগ দেন অর্থমন্ত্রী। সেমিনারে জাতিসংঘের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীসহ আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীরা অংশ নেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরনের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী। এ সময় তিনি একটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তুলতে ধনী দেশগুলোকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, গরীব কোন দেশের পক্ষেই এককভাবে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ধনী দেশগুলো যদি তাদের অপচয় রোধ করে গরীব দেশগুলোর মধ্যে বণ্টন করে দিলে একটি ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে খুব বেশি সময় লাগবে না।
সূত্র জানায়, অর্থমন্ত্রী ১ অক্টোবর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। এরপর ৮ অক্টোবর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পেরুর রাজধানী লিমার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি। ৯ থেকে ১১ অক্টোবর আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর লিমা থেকে পানামা হয়ে তিনি নিউইয়র্ক ফিরবেন। সেখানে তিনি ১৪ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন।
এ সময় তিনি সরকারি বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করবেন। ১৪ অক্টোবর নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১৬ অক্টোবর দেশে পৌঁছবেন।