খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
ভারতের জাতীয় শ্যুটার সিপ্পি সিধুকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাতে চন্ডিগড়েরর একটি পার্ক থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
৩৫ বছর বয়সী এই শ্যুটার কর্পোরেট ল’ইয়ার হিসেবেও কাজ করতেন। তিনি পাঞ্জাব ও হারিয়ানা হাইকোর্টের সাবেক বিচারপতি এস এস সিধুর নাতি।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে পিসিআরে কেউ একজন ফোন করে জানান সেক্টর ২৭ এর একটি পার্কে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। পিসিআর টিম তখনি ঘটনাস্থলে গিয়ে সিপ্পিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে চারটি গুলি লেগেছিল।