Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
22পৃথিবীতে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মিশি। ভাল-মন্দ মিলেই আমাদের এই পৃথিবী। প্রয়োজনে ও অপ্রয়োজনে অনেকের মিথ্যা বলার অভ্যাস রয়েছে। অনেকে মিথ্যা কথা বলতে এতো বেশি পারদর্শী যে আপনি বুঝতেই পারবেন না সে সত্য নাকি মিথ্যা বলছেন। তবে মিথ্যাবাদীদের কিছু আচরণ পর্যবেক্ষণ করলেই আপনি জানতে পারবেন সে মিথ্যা বলেছেন নাকি সত্য। আসুন তাদের সেই আচরণের কথাগুলো জেনে নেয়া যাক-
১. আল্লাহ্‌র কসম, আমি সত্যি বলছি:
কিছু মানুষ কথার শুরুতেই এই ধরণের বাক্য ব্যবহার করেন। তারা তাদের মিথ্যা লুকানোর জন্য সবসময় এই পদ্ধতির ব্যবহার করেন। তবে যারা এ কথা বলেন তারা সকলেই মিথ্যাবাদী নন। শুধু এ কথা বললেই হবে না এর সাথে আরও কিছু লক্ষণ পর্যালোচনা করতে হবে।
২. তার গলার আওয়াজে ভিন্নতা দেখা যাবে:
একজন যখন মিথ্যা কথা বলে তখন তার গলার আওয়াজ অনেক কমে যায়। সে যখন আপনার সাথে কথা বলবে তখন তার গলার স্বরে ভিন্নতা পাবেন। মিথ্যা বলার সময় সাধারণত তাদের আওয়াজ কমে যায়।
৩. তারা ‘আমি’ শব্দের কম ব্যবহার করেন:
যখন কেউ মিথ্যা কথা বলে তখন তারা আমি শব্দের কম ব্যবহার করেন। তারা এভাবে নিজেদের থেকে যেকোনো কাজের চাপ দূর করতে চায়। তারা যে মিথ্যা বলছেন তারা তা লুকাতে চায়।
৪. সে তার সততার কথা বারবার বলবেন:
যারা মিথ্যা কথা বলেন তারা সবসময় তাদের সততার কথা বলে চিৎকার করেন। তারা বারবার তাদের পূর্ববর্তী কাজের দোহাই দেন। এতে বুঝা যাবে যে সে মিথ্যা কথা বলছেন।
৫. প্রশ্নের উত্তর দেয়ার আগে অনেক চিন্তা করেন:
তাদের কাছে আপনি যত সহজ প্রশ্ন করেন না কেন, তারা অনেক চিন্তা করে আপনার প্রশ্নের উত্তর দিবে। চিন্তা করলেই যে সে মিথ্যা বলে তা কিন্তু নয়। সে অনেক চিন্তা করার পরও এদিক সেদিক তাকিয়ে কথা বললে বুঝে নিবেন সে কিছু না কিছু মিথ্যা কথা বলছেন।