খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫

জন্মদিন জানার চাইতে জৈবিক বয়স জেনে রাখাটা বেশী কার্যকর। এই পরীক্ষণে মূলত রক্তে, মস্তিষ্কে এবং পেশী তন্তুতে থাকা একশ’রও বেশী জিনের আচরণ পর্যবেক্ষণ করা হবে যা পরবর্তীতে জৈবিক বয়স নির্ণয় করতে ব্যবহার করা হবে।
আপনার শরীরের সত্যিকারের বয়স কত? এবার হয়তো খুব সহজেই তা কষে ফেলা যাবে।
সম্প্রতি বিজ্ঞানীরা নতুন একটি পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেছেন, যার সাহায্যে খুব সহজেই একজন ব্যক্তির শরীরের জৈবিক বয়স বাড়ার হার নির্ণয় করা যাবে। অর্থাৎ এই পরীক্ষণ পদ্ধতিতে দেখা যাবে মানুষের অসুখ কত দ্রুত গ্রাস করছে তাকে।
বিজ্ঞানীরা ৬৫ বছর বয়স্ক স্বাস্থ্যবান মানুষদের সাথে অপেক্ষাকৃত তরুণদের মধ্যেকার টিস্যু নমুনার মধ্যেকার পার্থক্য নিরূপণ করে স্বাস্থ্যকর বয়স বৃদ্ধির একটি ফর্মুলা তৈরি করেছেন। গবেষকরা বলছেন, কোন কোন ক্ষেত্রে মানুষের শরীরের বয়স তার মূল বয়সের চাইতে পনের বছর বেশী হয়ে থাকে।
সংবাদ- বিবিসি সূত্রে