খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
দুই মাস পর রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল ১০টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান। এ সময় দলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে গত ২১ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন মির্জা ফকরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ৬ মাস ১০ দিন কারাবন্দী থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
গত ২৬ জুলাই চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নেতা।