Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
46প্রেম, ভালবাসা এক অলৌকিক বন্ধন। এ বন্ধনের কোনো ব্যাখ্যা নেই। প্রেমের জন্য মানুষ সাতসমুদ্র তের নদী পাড়ি দিতেও প্রস্তত। প্রেমের জন্য শাহজাহান গড়েছেন তাজমহল। লাইলির জন্য মজনু পাগল। রজকীনির জন্যে চন্ডীদাশ বর্শি বেয়েছেন। স্ত্রীর প্রেমে ২৫ বছর পাথরের পাহাড় কেটেছেন স্বামী। এমন প্রেমের নজির প্রেমের পৃথিবীতে অভাব নেই। তবে সম্প্রতি স্ত্রীর পছন্দের কফি সংগ্রহের জন্য সাইকেলে করে ২৫০ মাইল সফর করেছেন ৭০ বছর বয়সী স্বামী।
ইউরোপীয়ান নাগরিক ডেভিড পেডলা। তার স্ত্রী জ্যাকি। জ্যাকি এক বিশেষ স্বাদের কফি খাওয়ার ইচ্ছা করেন। ১৯৮০ সাল থেকেই তিনি এ কফি খেয়ে আসছিলেন। কিন্তু কিছুদিন যাবত এ ধরণের কফি এলাকার মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছিল না। ফলে ডেভিডের স্ত্রী কফি পান করা থেকে বিরত থাকেন।
স্ত্রীর অভিমানে ডেভিড সিদ্ধান্ত নেন ফ্রান্স থেকে তিনি এ কফি কিনে নিয়ে আসবেন। কিন্তু তার গাড়িটিও তাকে সঙ্গ দেয়নি। তবে সাহস হারাননি ডেভিড। সাইকেলেই ২৫০ মাইল সফর করে ফ্রান্সে পৌঁছে যান। ৩০ কিলো কফি নিয়ে সন্ধ্যার আগেই নিজ শহরে এসে পৌঁছেন। এসেই নিজ হাতে কফি বানান স্ত্রীর জ্যাকির জন্য।