Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
48উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের খেলায় বায়ার্ন মিউনিখ বড় ব্যবধানে জয় পেলেও হেরে গেছে চেলসি, আর্সেনাল ও রোমা।
দিনামো জাগরেবের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই নিজেদের আক্রমণাত্মক খেলা উপহার দেয় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচের ১৩ মিনিটেই গোলের খাতা খুলেন ডগলাস কোস্টা। এর পর ২১ মিনিটে গোল করেন লিওয়ান্দোস্কি। ২৫ মিনিটে গোল করেন গোৎসে। এর পর ২৮ মিনিটে লিওয়ান্দোস্কি নিজের দ্বিতীয় গোল করলে প্রথমার্ধের খেলা শেষে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওয়ান্দোস্কি। এর পর আর কোনো গোল না হলে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
এদিকে বায়ার্নের জয়ের রাতে এফসি পোর্তোর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। একই রাতে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল ৩-২ গোলে হেরেছে অলিম্পিয়াকোসের কাছে। অপরদিকে বেতে বোরিসভের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে ইতালিয়ান ক্লাব রোমা।
ওদিকে একই রাতে লিয়নের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া।