Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
62জঙ্গিবাদের অজুহাতে নিরাপত্তাহীনতার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অস্বীকৃতি জানানোর ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ বুধবার এক বিবৃতিতে বলেন, “ আওয়ামী লীগ ও তাদের সহযোগী শক্তিগুলো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কথা অবিরাম প্রচারের মাধ্যমে বাংলাদেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে। তাদের অপপ্রচারের ফলেই ভীত হয়ে আজ অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। যা সরকারের জন্যই বুমেরাং হয়ে উঠেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় ‘বাংলাদেশ জঙ্গি উপদ্রুপ এলাকা নয়’ দাবী করেছেন বলেছেন, বাংলাদেশে সরকারের উচ্চপদস্থ নেতৃবৃন্দের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অতিমাত্রায় জঙ্গি জঙ্গি শব্দটি উচ্চারণ এবং জঙ্গি কর্মকান্ড দমনের নাম দিয়ে অতিমাত্রায় প্রচারণার ফলেই আজ বর্হিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি খুন্ন হচ্ছে। যার নীতিবাচক ফল আজ সমগ্র পৃথিবীতে বাংলাদেশীরা ভোগ করছে। যা জাতি হিসাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেছেন, গত ২৮ সেপ্টেম্বর গুলশানে কূটনৈতিক এলাকায় একজন ইতালীয় নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তা বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার কথাই প্রমানতি হচ্ছে। বিশ্বের শক্তিশালী তিনটি দেশের তাদের নাগরিকদের জন্য প্রদত্ত নির্দেশনা বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে। আওয়ামী সরকারের বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপকৌশলের খেশারত আজ দেশবাসীকে দিতে হচ্ছে।

নেতৃদ্বয় বলেছেন, বর্তমান ব্যর্থ সরকার গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে নিজেরদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে জনগণের কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বিরোধী রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে গিয়ে জঙ্গিবাদের কল্পকাহিনী তৈরী আর আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে গিয়ে দেশের ভাবমর্যাদা ধ্বংস করে দিচ্ছে।”