খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
ঢাকার গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালির নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলামকে।
এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের (নর্থ) বিভাগ মামলাটির তদন্ত করবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।
ঘটনা তদন্তে তাই মাঠে নেমে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবগুলো দল। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে।
প্রাপ্ত সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন খুনীদেরকে চিহ্নিত করা গেলেও অস্পষ্ট ছবিতে চেহারা বোঝা যায়নি।
ফুটেজে থাকা সন্দেহভাজন একজনকে খুঁজছে আইনশৃংখলা বাহিনী। ১নং ছবিতে পেছন ও ২নং ছবিতে সামনে থেকে যাকে দেখা যাচ্ছে। মোটরসাইকেলে অপেক্ষায় খুনিদের বহনকারী এক সহযোগী এবং তার পেছনে এসে বসা এক খুনি (৩নং ও ৪নং ছবি)। সিসি ক্যামেরায় ধারণকৃত ছবিতে গোল চিহ্নিত ব্যক্তিরাই সন্দেভাজন খুনী।