খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
দেশের বর্তমান সঙ্কট উত্তোরণে জন্য এখনই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন । বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন আজ বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন ।
দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে সরকারের বিভিন্ন মহলে এমন বক্তব্যের ফলে ইতালীয় নাগরিক খুন হয়েছেন মন্তব্য করতে গিয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, দেশে ইতালীয় নাগরিক হত্যায় দেশবাসী ইমেজ সংকটে পড়েছে।
তিনি বলেন, এটা খুবই দুঃখজনক । দেশের বর্তমান এ সঙ্কট উত্তোরণের জন্য প্রয়োজন আইনের শাসন, আর এর জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন।
বাংলাদেশে ভ্রমণের জন্য বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের সতর্কতা জারি করেছে, যার ফলে বাংলাদেশে বিনিয়োগের উপর প্রভাব পড়ছে।
বিএনপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিষয়টি আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তির দাবিও জানান তিনি।