খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীতে ইতালির নাগরিক হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন। দীর্ঘ নয় মাস পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন।
ইতালির নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটেছে।’ বিদেশিদের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বানের পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবিও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার বিভিন্ন সময়ে জঙ্গিবাদের উত্থানের কথা বলেছে, এটি তারই প্রমাণ। দেশে গণতন্ত্র অনুপস্থিত রয়েছে। তাই গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ‘দেশে বিদেশি হত্যার দায় সরকার এড়াতে পারে না। এই দায় এড়ানোর জন্য প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে দায়ী করছে। উদারপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।’
এদিকে, নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত বিদেশি নাগরিক হত্যা করতে পারে। এ ঘটনা নিয়ে কথা বলা বিএনপির এক নেতারই এর পেছনে হাত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।