খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
ইতালিয়ান নাগরিক সিজার তাবেলাকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত ইতালির নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছ দেশটি।
ইতালিয়ান দূতাবাসের এক রেড নোটিশে এ সতর্কতা জারি করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তাবেলা কাজ করতে ছিলেন বাংলাদেশের স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে। ইউরেপীয় ইউনিয়ন এ কাজ করে যাচ্ছে এবং করে যাবে। বার্তায় তাবেলার পরিবার ও ইতালির প্রতি গভীর সমবেদনা জানানো হয় ইইউ’র পক্ষ থেকে।
এদিকে ইতালি দূতাবাসের এক লাল বার্তায় বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের হোটেল, ক্লাব, ইন্টারন্যাশনাল স্কুল, বিদেশী নাগরিকদের সমাগম হয় এমন স্থানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এতে বলা হয়, তাবেলা হত্যার মোটিভ এখনও পরিস্কার হয়নি। আইএস দায় স্বাকীর করে যে বিবৃতি দিয়েছে এর সত্যতাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।