খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
২০০৬ সালে মুম্বাই ট্রেন বিস্ফোরণে জড়িত পাঁচজনকে ফাঁসি দিয়েছে আদালত। এছাড়া সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো আসিফ খান, এহতেসাম সিদ্দিকি, কামাল আনসারি, ফয়জল, মহম্মদ শেখ। এই পাঁচজনের বিরুদ্ধে ট্রেনে বোমা রাখার প্রমাণ পাওয়া গেছে।
২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় পরপর মোট সাতটি বিস্ফোরণ ঘটানো হয়। প্রেসার কুকারে রাখা বিস্ফোরকের সাহায্যে এই বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক এই বিস্ফোরণে মারা যান ১৮৮ জন। আহত হন আট শতাধিক মানুষ।
ঘটনায় উঠে আসে মোট ২৭ জনের নাম। এর মধ্যে ১৩ জনকে ধরা সম্ভব হলেও এখনও পলাতক বাকি ১৪ জন। এদিন সেই ১৩ জনের মধ্যে ১২ জনকে দোষী সাব্যস্ত করে একজনকে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে আদালত।